বিকাশে ভুল করে টাকা চলে গেলে সেটা কিভাবে ফেরত পাওয়া সম্ভব

 ভুল করে বিকাশে টাকা চলে গেলে 🙄 সেটা কিভাবে ফেরত পাওয়া সম্ভব 🥰

ভিডিও সহ বিস্তারিত বিবরণ। 

আমরা অনেক সময় ভুলকরে টাকা অন্য কোন একাউন্টে পাঠিয়ে দিই, তারপর আমরা যে ভুলটা করি! সে ব্যক্তি কে ফোন দিয়ে বলি যে আপনার একাউন্টে আমার টাকা চলে গেছে। তাইলে টাকাটা একটু ফেরত পাঠানো।  যদি সে ভালো লোক হয় তাহলে তো টাকা ফেরত দেয়। আর যদি দুষ্ট প্রকৃতির লোক হয় তাহলে সেটা হয়তো ইনস্ট্যান্ট ক্যাশ আউট করে ফেলে অথবা অন্য কোন একাউন্টে ট্রান্সফার করে নেয়। কিন্তু একটা চরম ভুল। বিকাশ আমাদের  জন্য এমন একটা  প্রসেস করে রেখেছে, যে ভুল করে অন্যের একাউন্টে টাকা  চলে গেলে সেটা কিন্তু আমরা আবার নতুন করে ফেরত আনতে পারি। তাদের সেই প্রচেষ্টায় বরাবরের মতই।



  যদি ভুল নাম্বারে টাকা চলে যায় তাহলে আপনার যে কাজটি করা যাবে না, সেটা হচ্ছে সেই নাম্বারে ফোন দিয়ে সেই ব্যক্তি কে রিকোয়েস্ট করা যাবে না। কারণ সে ব্যক্তি যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে টাকা ফেরত দেবে। আর যদি সে দুষ্ট প্রকৃতির হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা ক্যাশ আউট করে ফেলবে অথবা টান্সফার করে ফেলবে। সে ক্ষেত্রে ক্যাশ আউট হয়ে গেলে কিন্তু আপনার টাকা ফেরত পাবেন না। তাই যে কাজ টা করতে হবে, সেটা হচ্ছে আপনার নিকটস্থ থানায় জিডি করতে হবে। জিডিতে  উল্লেখ করতে হবে আপনি কোন নাম্বারে টাকা পাঠাতে চেয়েছিলে , আর কোন নাম্বারে টাকা চলে গেছে। তারপর জিডির কপি নিয়ে  বিকাশের কাস্টমার কেয়ারে যাবেন। তাদেরকে বিস্তারিত খুলে বলবে।  কোন নাম্বারে টাকা পাঠাতে চেয়েছিলেন, আর কোন নাম্বারে চলে গেছে। বিকাশ কর্মকর্তার আপনার কাছ থেকে আরও কিছু প্রয়োজনীয় তথ্য চাইবে। এর পর বিকাশের কর্মকর্তারাই সে ব্যক্তির সাথে যোগাযোগ করবে। বলবে যে এই টাকাটা আপনার কি না। যদি সেই ব্যক্তি বলে যে এই টাকাটা আমার নয়, তাহলে কিন্তু সাথে সাথে সেই টাকাটা বিকাশ এর প্রতিনিধি আপনার একাউন্টে ট্রান্সফার করে দেবে। আর যদি সেই ব্যক্তি বলে যে এই টাকাটা আমার, তাহলে বিকাশ  প্রতিনিধিরা  উক্ত ব্যক্তির অ্যাকাউন্টটি সাময়িক ভাবে  বন্ধ করে দিবে। আর বলবে অবশ্যই 7 কর্মদিবসের মধ্যে আপনাকে বিকাশের কাস্টমার সেন্টারে  আসতে হবে এবং প্রুফ করতে হবে যে উক্ত টাকাটি আপনার।  উক্ত ব্যক্তি যদি প্রমান করতে পারে তাহলে তার অ্যাকাউন্ট খুলে দিবেন এবং তার টাকাটা তাকে ফেরত দিয়ে দেবে। আর যদি সে 7 কর্মদিবসের মধ্যে না আসে, তাহলে বিকাশের প্রতিনিধিরা একাউন্টটা ব্লক করে রাখবে এবং ছয় মাস পর্যন্ত অপেক্ষা করবে। আপনাকে কিন্তু টাকা ফেরত দিচ্ছে না। যদি সেই ব্যক্তি এর মধ্যে  কাস্টমার সেন্টারে না আসে এবং ছয় মাস পার হয়ে যায়,  তাহলে কিন্তু আপনার টাকা আপনার একাউন্টে ট্রান্সফার করে দিয়ে দেওয়া হবে অটোমেটিক।

এতক্ষণ আলোচনা করলাম কিভাবে বিকাশ একাউন্ট করা নাম্বারে টাকা চলে গেলে টাকা ফেরত পাওয়া যায়। এখন আলোচনা করব কিভাবে বিকাশ খোলা নেই এমন একাউন্টে টাকা চলে গেলে সেটা কিভাবে ফেরত পাওয়া সম্ভব।




 আপনাকে বলছি, আপনি হয়তো এই টিউটোরিয়ালটি  এখন দেখছেন। আপনার হয়তো এখন কাজে লাগছে না। কোন সময় কাজে লাগতে পারে। সেজন্য আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন।  তাহলে কোন এক সময় আপনি অথবা আপনার পরিচিত বন্ধু বান্ধবের প্রয়োজনে ভিডিওটা কাজে দিবে।

 

চলুন মূল আলোচনায়। ধরুন বিকাশ একাউন্ট করা নেই এমন একটা নাম্বারে হঠাৎ করে আপনি টাকা সেন্ড করে ফেলেছেন এখন আপনি প্রথমে যে কাজটা করবেন, বরাবরের মতন কোনো অবস্থাতেই সেই ব্যক্তিকে ফোন দিবেন না, আবারও বলছি কোন অবস্থাতেই সেই ব্যক্তিকে ফোন করবেন না।  কারণ ফোন করলে সেই ব্যক্তির অ্যাকাউন্ট যদি থেকে নাও থাকে, তাহলে কোন অবস্থায় তিন দিনের মধ্যে  একটা অ্যাকাউন্ট তৈরি করে সাথে সাথে টাকা ক্যাশ আউট করে ফেলতে পারে অথবা অন্য কোন নাম্বারে ট্রানস্ফার করে ফেলবে। তখন কিন্তু আপনার টাকা পাওয়ার পসিবিলিটি একদমই থাকবে না। এক্ষেত্রে যে কাজটি আপনি করবেন প্রথমে বিকাশ অ্যাপ লগইন করবেন, তারপর ট্রানজেকশন হিস্টোরি টা দেখবেন সেখানে লেখা আছে এই নাম্বারে বিকাশ একাউন্ট খোলা নেই, সুতরাং আপনি বাতিল অপশনটি চাপ দিন সাথে সাথে উক্ত টাকা আপনার একাউন্টে পুনরায় চলে আসবে। 

 


   যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব  একটা লাইক দিবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।





Comments

Popular posts from this blog

দুই মিনিটে আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করুন

নতুন ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়া সম্ভব

হিন্দি ইংলিশ তামিল সহ যেকোন মুভি দেখুন বাংলায়