হিন্দি ইংলিশ তামিল সহ যেকোন মুভি দেখুন বাংলায়

 হিন্দি ইংলিশ তামিল সহ যেকোন মুভি দেখুন বাংলায় 


প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার ইউটিউবে। এক্ষেত্রে ইউটিউবে যে অ্যাপসটা রয়েছে সেটা মোটেও ইউজ করা যাবে না। আমি আবারো বলছি ইউটিউবে যে অ্যাপস রয়েছে সেটা মোটেও ইউজ করা যাবে না। এক্ষেত্রে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ওকে আমি ক্রোম ব্রাউজারে আসলাম। তারপর ইউটিউব টাকে ওপেন করলাম। এখানে দেখেন ইউটিউব রয়েছে ইউটিউব ওপেন করার পরে উপরের ডান পাশে যে থ্রি ডট এ ক্লিক করব। তারপর নিচের দিকে যে অপশন রয়েছে সেটা হচ্ছে ডেস্কটপ সাইট এটার সাইটের ঘরে ক্লিক করে আপনার ফোনটিকে ডেস্কটপ সাইট করে নিবেন।

ভিডিও সহ বিস্তারিত 


 এখন কিন্তু ডেস্কটপের যে একটা ভিডিও আছে সেটাই আপনি আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমাকে যেটা করতে হবে আমি যে মুভিটা কে দেখতে চাই সেই মুভিটা এখানে আমার সার্চ বারে সার্চ দিয়ে খুঁজে বের করতে হবে।


 এখানে লিখলাম আমি আমার সেই কাঙ্খিত মুভিটার নাম লিখে আমি সার্চ করলাম এখন দেখেন এখানে মুভি টা চলে এসেছে এবং মোবাইলের স্ক্রিনটা যতটুকু সম্ভব ছোট করে নেব। জুম যতটা পারি মাস্ট বি ছোট করে নিব। এবার ভিডিওটা একটু জুম করে ভিডিওর নিচে যে সিসি আছে, সিসি অপশনে ক্লিক করব । সিসি অপশন এর নিচে লাল দেখাচ্ছে এখানে ক্লিক করলে অন হয়ে যাবে। তারপরও আমি চলে যাব  পাশেই সেটিং এ।  এখানে একটি অপশন রয়েছে। দেখেন একটা অপশন হচ্ছে সাবটাইটেল প্লাস সিসি। এখন ছাবটাইটেল এ ক্লিক করলাম। তারপর অটো ট্রানসলেশন চলে আসবে এবং নিচের দিকে গিয়ে বাংলা দেখতে পাবো। বাংলা নামে অপশনে ক্লিক দিব। দেওয়ার পর আপনার কাজ কিন্তু এইখান থেকে মোটামুটি শেষ। এবার আপনার ভিডিওতে চলে যান। যত কথা হবে নিচে বাংলা লেখা চলে আসবে। এই সিস্টেম অনুযায়ী আপনি যেকোন মুভি বাংলায় দেখতে পারেন। আর যে মুভিটা আপনি খুঁজে পাবেন না সেটা আলাদা একটি সিস্টেম রয়েছে সেটা হল এমএক্স প্লেয়ারে দিয়ে সেটা করতে হবে।

 সেটা এখন দেখাতে গেলে অনেক সময় লাগবে তারপরো বলছি এই প্রসেসে সমস্ত ভিডিও আপনারা না পান। তার পরে আমারে কমেন্ট বক্সে জানালে আমি আরো একটি ভিডিও আপনার জন্য তৈরি করব।

Comments

Popular posts from this blog

দুই মিনিটে আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করুন

নতুন ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়া সম্ভব