কোন কাজ টি করলে ফেসবুক একাউন্টটি হ্যাক হবেনা অথবা বন্ধ হবেনা
কোন কাজ টি করলে ফেসবুক একাউন্টটি হ্যাক হবেনা অথবা বন্ধ হবেনা।
আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই ব্যক্তিগত জীবনের প্রয়োজনে অপ্রয়োজনে নানারকম অফিসিয়াল কাজে ফেসবুক ব্যবহার করে থাকি। যেটা এখন মানুষের রক্তে মিশে গেছে এমনটাই মনেহয়। হঠাৎ ঘুম ভেঙে দেখলেন আপনার মূল্যবান ফেসবুক অ্যাকাউন্টটি কোন একজন হ্যাকার হ্যাক করে নিয়েছে অথবা নষ্ট হয়ে গেছে! তাই আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি কোন কোন বিষয়গুলো ঠিক করলে আপনার মূল্যবান ফেসবুক অ্যাকাউন্টটি আর নষ্ট হবে না অথবা কেউ যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড জেনেও যায় তাহলে কোনো অবস্থাতেই লগইন করতে পারবে না। আর শিরোনাম নয় এবার বিস্তারিত হেলপ্লাইন হিসেবে ভিডিওটি আপনি দেখতে পারেন।
প্রথমে আপনার মুল্যবান ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন তারপর ডানকুনি তিনটা লাইন দেওয়া আছে সেখানে ক্লিক করুন এবং ড্রাগ করে সরাসরি নিচে চলে আসুন, এখন সেটিং এন্ড প্রাইভেসি অপশন টি ক্লিক করুন তারপর পুনরায় সেটিং বাটন দিয়ে আবার প্রেস করুন। এখন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি বাটনটি প্রেস করব । এখন চেক ইয়োর ইম্পর্টেন্ট সিকিউরিটি অপশনটিতে ক্লিক করার পরে তিনটা অপশন দেখা যাবে তিনটা অপশন যদি ব্লু কালার থাকে তাহলে বুঝতে হবে আপনার আইডি ঠিক আছে আর যদি 3 টা অপশন ব্লু কালার না থাকে তাহলে বুঝতে হবে আপনার ফেসবুক আইডি ঠিক নাই। তো সবার ক্ষেত্রে দেখা যায় পাসওয়ার্ড অপশনটি ব্লু দেখায় সুতরাং আমরা এখন টার্ন অন টু ফ্যাক্টর অপশনটি চাপ দিব তার পর গেট স্ট্যাট বাটনটি ক্লিক করলে দেখা যাবে আপনি যে নাম্বারটি ফেসবুকে ব্যবহার করেছিলেন সেই নাম্বারটি শো করছে এখন এখান থেকে কন্টিনিউ অপশনটি প্রেস করুন, সাথে সাথে উক্ত নাম্বারে একটি ৬ ডিজিটের কোড যাবে। সেটি খালি ঘরে লিখে দিয়ে কন্টিনিউ অপশন টি চাপুন। এবং ডান করে দিন। এখন ব্যাকে গিয়ে দেখুন টু ফ্যক্টরটি ব্লু কালার হয়ে গেছে। তো এবার টার্ন ওয়ান লগিন এলাট টি ক্লিক করে সব গুলো ব্লু কালার করে দিবো। পুনরায় ব্যাকে গিয়ে চেক করে নিব যে সব গুলো ব্লু হয়েছে কিনা। যদি ব্লু হয় তাহলে আপনার একাউন্টটি ১০০% সুরক্ষিত।
ভিডিও টি দেখে আপনি খুব সহজে কাজটি সম্পন্ন করতে পারবেন।
ভালো লাগলে শেয়ার করুন। তাতে আপনার বন্ধু বান্ধব উপকার পাবে।
goog news
ReplyDelete