আত্মকথন -দিনশেষে একটা বিষয়ই চরমভাবে উপলব্ধি করলাম....
আত্মকথন
দিনশেষে একটা বিষয়ই চরমভাবে উপলব্ধি করলাম- সময়ের প্রয়োজনে নিজেকে পরিবর্তন করাটা বড্ড জরুরি।
বিশুদ্ধ ভালবাসা,প্রিয়জন হওয়া,অন্যের ভালো-মন্দ বিবেচনা করে কাজ করার দিন শেষ।এখন শুধু নিজেকে ভালবাসার,নিজেকে নিজের যত্ন করার,মোটকথা নিজের ভালো থাকার সর্বাত্মক চেষ্টা করার পালা।
চারিদিকে শুধু স্বার্থপরতার খেলা!এই স্বার্থপরতার ভিড়ে নিজেকে টিকিয়ে রাখার বড় হাতিয়ারই হলো;নিজেকে একজন পরিবর্তনশীল মানুষে পরিণত করা।
প্রত্যাশার লেভেল বহু আগেই শূন্যের কোঠায় নামিয়ে দিয়েছি।তবুও সাধারণ দায়িত্ব বলেও কোন বস্তুু সমাজে বিদ্যমান যা ইগনোর করা দণ্ডনীয় অপরাধ!
জীবন তো দুদিনের খেলাঘর।তবুও আমরা স্বার্থপর।
জীবনে ছোট বড় সমস্যার সম্মুখীন হয়েছি বলেই অনেক আপন মানুষের ভিতরকার কদর্যতার বহিঃপ্রকাশ দেখেছি।
প্রতিটা মুহূর্তে চেয়েছি অন্যের ভালো হোক,মানুষকে মন থেকে ভালবেসেছি,ভালবেসে তাদেরকে ভালো রাখার জন্য নিজের ভালোটাও বাদ দিয়েছি;তবুও স্বার্থপরতার কাছে এসব কিছু মূল্যহীন। শুধুই মূল্যহীন!!
জীবন আমায় যাই দিক আর না দিক অনেক শিক্ষা দিয়েছে।শিখিয়েছে এবার তুমি নিজেকে পরির্বতন করো,নিজেকে নিয়ে ভাবো,নিজের জন্য কিছু করো!!!
এ শিক্ষা অবহেলা করার দুঃসাহস কি আমার আছে!
Comments
Post a Comment