নতুন ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়া সম্ভব

 নতুন ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন

মাত্র দুই মাসে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে মনিটাইজেশন পাওয়া সম্ভব। ইনকাম করা সম্ভব।



আমার ঝালটা ইউটিউব চ্যানেল খুলেছি মাত্র দুই মাস । অলরেডি সেই চ্যানেলে মনিটাইজেশন এনেবল হয়ে গেছে এবং সেখান থেকে আমি ইনকাম করছি।

প্রথম যে কাজটি আপনাকে করতে হবে ----

চ্যানেল ক্যাটাগরি ঠিক করা

ওই ক্যাটাগরি দিয়ে আপনাকে উঠতে হবে । নতুন করে খুঁটি পুঁততে যাবেন, আবার উপরে উঠতে দেরি হয়ে যাবে।



দ্বিতীয় কাজ হল লং + শর্ট ফরম্যাট দুই ভাবে আপনাকে ফলো করতে হবে। যে টপিক ভিডিও করবেন টপিকে কাটছাঁট করে ১ টা শর্ট ভিডিও আকার করবেন । সেটা আপলোড করে দেবেন দুইভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে।


তিন নম্বর পয়েন্ট এই সব ভিডিও লাখ লাখ ভিউস মানুষ কোন কাজে আসবে না যদি না আপনি কাজে না লাগাতে জানেন। যে লং ভিডিওতে শর্ট তৈরি করবেন সেই শর্ট ভিডিওর রিলেটেড অপশন পাবেন। সেই রিলেটেড ভিডিও এখানে টাচ করবেন এখানে এসে আপনার লং ভিডিওটা সিলেক্ট করে দিবেন।

চার নম্বর পয়েন্ট যে যাই বলুক ভাই বাংলাদেশের কনটেন্টের হিসাবে আপনাকেপ্ল্যাটফর্মে অ্যাকাউন্ট মাস্ট থাকতে হবে ইউটিউব. ফেসবুক , ইনস্টাগ্রাম, টিকটক।

Comments

Popular posts from this blog

দুই মিনিটে আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করুন

হিন্দি ইংলিশ তামিল সহ যেকোন মুভি দেখুন বাংলায়