About us
আসসালামু আলাইকুম। বাংলা টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
আমাদের এই ক্ষুদ্র আয়োজনের মূল উদ্দেশ্য বাংলা ভাষায় বিভিন্ন আইটি সল্যুশন যেগুলান মানুষের অজানা অথচ প্রতিদিন মানুষের নিত্য প্রয়োজনে সর্বদা প্রয়োজন। যেগুলো জানা থাকলে আপনি ঘরে বসেই খুব সুন্দর ভাবে আপনার দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারবেন।
হয়তো আপনি মনের কল্পনা এমন একটি জিনিস চিন্তা করে রেখেছেন যেগুলো বাস্তবের সাথে সেই কল্পনা কতটুকু যুক্তিযুক্ত আছে কিনা সেটা আপনার অজান। সেরকম ইউনিক সব বিষয় নিয়ে আমরা উপস্থাপন করে যাচ্ছি একের পর এক আইটি সলিউশন বাংলা ইনফরমেশন নিয়ে যেটি আপনার মাতৃভাষায় সুন্দর ও সাবলীল ভাবে সাজানো গোছানো।
এছাড়া বাংলা টেকনলজি থেকে আপনার গুগল প্লে স্টোর এর বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ সম্পর্কে বাংলা টিউটোরিয়াল সহ ফেসবুক, ইমো, হটসএ্যাপ, ভিডিও গেম, ইউটিউব এর নানা বিষয়ে জানতে পারবেন।
মজার ব্যাপার হলো আমাদের মাধ্যমে সাতক্ষীরা জেলা থেকে দেশের যেকোন রুটের এসি এবং ননএসি চেয়ারকোচ পরিবহনের টিকিট ক্রয় করতে পারবেন।
একনজরে হাসান পরিবহন কাউন্টার hotline 01714779897 থেকে বিভিন্ন রুটে যে সকল এসি, নন এসি পরিবহন ছেড়ে যাচ্ছে-------
🔀ঢাকা-নারায়ণগঞ্জ-কাচপুর-গাজীপুর = এম আর, এইচআর, সাতক্ষীরা লাইন, শ্যামনগর এক্সপ্রেস, এসপি গোল্ডেন লাইন, এসডি, মামুন, কিংফিশার, দিগন্ত, গ্রীন বাংলা, আনন্দ, সোহাগ, রোজিনা, একে ট্রাভেলস, কে লাইন, শ্যামলী, ঈগল।
🔀সিলেট = মামুন।
🔀চট্টগ্রাম-কুমিল্লা-ফেনী = শ্যামলী, ঈগল।
🔀বরিশাল-কুয়াকাটা-গোপালগঞ্জ-মাদারীপুর-শরীয়তপুর-পিরোজপুর-ঝালকাঠিতে = বিআরটিসি, মিমজাল, হাওলাদার, খান, সেভেন স্টার।
🔀ময়মনসিংহ-কিশোরগঞ্জ = বিআরটিসি, শামীম।
🔀বগুড়া-রংপুর-কুড়িগ্রাম = বিআরটিসি, জামান, তালুকদার।
🔀পাবনা-সিরাজগঞ্জ = কাজী, ফুলঝুড়ি, স্বপ্নীল।
🔀রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ = বিআরটিসি, আর এম।
হাসান পরিবহন কাউন্টার, কুলিয়া, সাতক্ষীরা
উক্ত লিংকগুলো থেকে পরিবহন সংক্রান্ত সকল আপডেট এবং প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। hotline 01714779897
এছাড়া কুলিয়া অনলাইন শপ এর মাধ্যমে কুলিয়া অনলাইন কেনাকাটা আপনি বিভিন্ন পণ্য ক্রয় করতে পারবেন
Comments
Post a Comment